"বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন হোক রঙ্গিন"
আজ ১৭ই মার্চ,২০২২।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও "জাতীয় শিশু দিবস"। ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে গোপালগঞ্জ জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানে আমরা আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তিনি আরো বলেন " বঙ্গবন্ধু শিশুদের সাথে সব সময় আনন্দঘন পরিবেশে সময় কাটাতেন। শিশুরাও উনাকে কাছে পেলে আনন্দিত হত। আমাদের উচিত শিশুদের আদর স্নেহ দিয়ে পাঠদান করা, কারণ আজকের শিশুরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ।"
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব মো. শরীফুল ইসলাম- সহকারী অধ্যাপক, জনাব তৌহিদুল ইসলাম ভূইয়া- সহকারী অধ্যাপক,জনাব সাজ্জাদুর রহমান- প্রভাষক এবং দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল ।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা,আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে, অধ্যক্ষ মহোদয় বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন।