গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি লক্ষ্মীপুর ও জেলা প্রশাসন লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অর্জন
শুভ নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি লক্ষ্মীপুর ও জেলা প্রশাসন লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায় প্রথম স্থান অধিকার করে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী মাজহারুল হাসান সাকিব ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ,লক্ষ্মীপুর জেলার চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব মো: শাহজাহান,লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান এ.কে.এম.সালাহ উদ্দিন টিপু,লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো: গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনোয়ার হোসাইন আকন্দ মহোদয় ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট জনাব আনোয়ার হোসাইন আকন্দ মহোদয় ।