বন্যাদূর্গত আশ্রয় গ্রহণকারীদের মাঝে খাদ্য বিতরণ ও চিকিৎসা সেবা কর্মসূচি
বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া'র পক্ষ থেকে বন্যাদূর্গত আশ্রয় গ্রহণকারীদের মাঝে খাদ্য বিতরণ ও চিকিৎসা সেবা কর্মসূচির ৯ম দিন চলমান
আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়ার সার্বিক সহযোগিতায়, ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অধ্যক্ষ মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং এলাকাবাসীর সমন্বয়ে লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নিম্নোক্ত ৪টি আশ্রয়কেন্দ্রে গত ২৫/০৮/২৪ তারিখ থেকে বন্যাকবলিত আশ্রয় গ্রহণকারী মানুষের জন্য তিন বেলা খাবার ও ঔষধসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো হলো:
১. ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি
২. লামনগর একাডেমী
৩.মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
উক্ত আশ্রয়কেন্দ্রসমূহে প্রতিদিন প্রায় ছয় শতাধিক মানুষের মধ্যে তিন বেলা খাবার ও দক্ষ চিকিৎসকের মাধ্যমে ঔষধসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও রামগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গার জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে তিনি আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। যেকোনো দুর্দিনে একজন সমাজসেবক হিসেবে জনাব ফরিদ আহমেদ ভূইয়া বৃহত্তর নোয়াখালীর মানুষের পাশে ছিলেন,আছেন এবং থাকবেন।
জনহিতকর উক্ত কার্যক্রমে আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।