অদ্য শনিবার ( ২৬ অক্টোবর, ২০২৪) ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে অনুষ্ঠিতব্য 'শ্রেণি অভীক্ষা এবং পরিবর্তিত পরীক্ষা পদ্ধতি' শীর্ষক শ্রেণিভিত্তিক ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
উক্ত ‘অভিভাবক সমাবেশে' সভাপতিত্ব করেন অত্র একাডেমির সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান স্যার। অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন, "পরিবর্তিত মূল্যায়ন পদ্ধতিকে ফলপ্রসূ করার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য শ্রেণি অভীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বার্ষিক পরীক্ষার আগে শ্রেণি অভীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও, অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে অভিভাবকবৃন্দের ভূমিকা এবং প্যারেন্টিং-এর বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।"
পাশাপাশি, সমাবেশে অত্র একাডেমির শিক্ষকবৃন্দ মূল্যায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্মানিত অভিভাবকবৃন্দের সামনে উপস্থাপন করেন।