গত ১০ নভেম্বর ২০২৫, ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের “নবীনবরণ–২০২৫” উৎসবমুখর পরিবেশে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি ও আহমেদ আবদুর রহমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার মান্যবর চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন এবং রামগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (রুটিন দায়িত্ব) জনাব শরীফুল্লাহ আশ শামস্।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সম্মানিত অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; নৈতিকতা ও শৃঙ্খলার মধ্য দিয়েই মানুষ গড়ে ওঠে।”
প্রধান অতিথি প্রফেসর মোঃ শামছুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “গ্রামীণ সমাজে এমন আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি এক অসাধারণ উদ্যোগ। শিক্ষার আলোয় আলোকিত প্রজন্মই জাতির ভবিষ্যৎ।”
সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া নবীনদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা। নৈতিকতা, দেশপ্রেম ও সততার পথে চললেই সত্যিকারের মানুষ হওয়া সম্ভব।”
জনাব শরীফুল্লাহ আশ শামস্ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি একটি স্বপ্নের প্রতিষ্ঠান। তোমরা সততা ও নৈতিক মূল্যবোধের আলোয় নিজেদের গড়ে তুলবে।”
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়ার জীবনকর্ম, সমাজসেবামূলক কার্যক্রম এবং ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠা ও অগ্রযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের গভীরভাবে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানের শেষ পর্বে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, আঞ্চলিক বক্তব্য, নৃত্য ও সংগীত পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।