জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে রন্ধন শিখন আয়োজন
নতুন কারিকুলামের আলোকে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ শ্রেণি কক্ষের অর্জিত জ্ঞান নিজেদের বাস্তবিক জীবনে কাজে লাগানোর লক্ষ্যে "জীবন ও জীবিকা" বইয়ের নির্দেশনানুযায়ী স্কিল কোর্সঃ০১ কুকিং বা রন্ধন শিখন অনুষ্ঠানের আয়োজন করে। একাডেমির সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখে অত্যন্ত খুশি হন।
এছাড়াও শিক্ষার্থীরা "জীবন ও জীবিকা" বইয়ের আগামী স্বপ্ন অধ্যায়ের সাথে সম্পর্কিত ভবিষ্যতের পেশা ও প্রযুক্তি নিয়ে নাটিকা উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।