এইচএসসি-২০২৩ পরীক্ষায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি'র ঈর্ষণীয় সাফল্য
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এ বছর অত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে সর্বমোট ১২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিগত বছরের ন্যায় সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও পাশের হার ১০০%। মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। শতকরা ৪৮.৪১ ভাগ জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে।
উক্ত সাফল্যের মূলে রয়েছে অত্র একাডেমির অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন পরিচালনা পর্ষদ এবং একাডেমির সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের দক্ষ নেতৃত্ব ও পরিকল্পিত দিকনিদের্শনা। সম্প্রতি গৃহীত বিশেষ একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম, পাঠদানের সুপরিকল্পিত নীতিমালা ও তার সুনিপুণ বাস্তবায়ন, নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অতিরিক্ত পাঠদান, শিক্ষার্থীদের পাঠোন্নতিকল্পে নিয়মিত মনিটরিং ইত্যাদি এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে। এছাড়া সম্মানিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও কার্যকর পাঠদান পদ্ধতি, অভিভাবকবৃন্দের সচেতনতা এবং সর্বোপরি শিক্ষার্থীদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এইচএসসি-২০২৩ সালের পরীক্ষায় প্রশংসনীয় ফলাফলের নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেছে বলে একাডেমি কর্তৃপক্ষ মনে করেন।