ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির পরিবারে ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ-৯ম শ্রেণিতে নতুন প্রায় দুইশত শিক্ষার্থী যুক্ত হয়েছে। অদ্য (০১/০২/২৫) একাডেমির অডিটোরিয়ামে নতুন শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকবৃন্দের করণীয় শীর্ষক এক "অভিভাবক সমাবেশ এবং ৬ষ্ঠ-৯ম শ্রেণির নবীন বরণ" অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ, অভিভাবকদের দায়িত্ববোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বহুমুখী উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান।
এসময় অভিভাবকদের নানাবিধ প্রশ্নোত্তর প্রদান সেশন পরিচালনা করা হয়। একাডেমির সার্বিক নিয়ম শৃঙ্খলা নিয়ে অভিভাবকদের সম্যক ধারণা প্রদান করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক ও স্কুল সেশনের কো-অর্ডিনেটর জনাব ইসমাইল। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইসলাম শিক্ষা বিষয়ের সহকারি শিক্ষক জনাব আব্দুল্লাহ আল মামুন।