শহীদ বুদ্ধিজীবী দিবস - ২০২২উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি কর্তৃক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে একটি দেয়ালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে উপস্থিত হয়ে অত্র একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান দেয়ালিকাটির রিবন কেটে উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মননশীলতার ভূয়সী প্রশংসা করেন। বাংলা বিভাগের প্রভাষক জনাব মারিয়া রানা মিতুর প্রাণবন্তকর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ মহোদয় শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ শরিফুল ইসলাম ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল বিন শহিদুল্লাহর পরিচালনায় শহীদ বুদ্ধিজীবীদের এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।