অদ্য (১৬/০৯/২৪) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ এবং অত্র একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীভিত্তিক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির সম্মানিত অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান। সভাপতির বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ মহোদয় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনকর্ম, শিক্ষা এবং ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। তিনি বিশ্বনবী (সা.) এর আদর্শ ও ইসলামি বিধিবিধান অনুসরণ করে জীবনধারণ করার জন্য শিক্ষার্থীদেরকে নির্দেশনা প্রদান করেন। বক্তব্যে অধ্যক্ষ মহোদয় একাডেমির এইচএসসি-২৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রাকিবুল হাসানের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং রাকিবুল হাসানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও, অধ্যক্ষ মহোদয় রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন অত্র একাডেমির ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল এবং ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক জনাব সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শেষাংশে দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব সাজ্জাদুর রহমান।