ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি পরিদর্শন
গত ২২/০৬/২৪ তারিখ শনিবার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল হাসান কলিমুল্লাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আব্দুল হামিদ হামটু, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, কুমিল্লার সম্মানিত পরিচালক জনাব মোঃ আব্দুল কাদিরসহ অন্যান্য অতিথিবৃন্দ। একাডেমির সুসজ্জিত শ্রেণিকক্ষ, সমৃদ্ধ পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং লাইব্রেরি পরিদর্শন শেষে সম্মানিত অতিথিবৃন্দ অভিভূত হন এবং একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
একাডেমির সার্বিক অবকাঠামোগত স্থাপনা ও শিক্ষার মনোরম পরিবেশের ভূয়সী প্রশংসার পাশাপাশি অতিথিবৃন্দ একাডেমির শিক্ষার্থীদের বিগত বছরের বোর্ড পরীক্ষার সার্বিক ফলাফল এবং সহশিক্ষামূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
সম্মানিত অতিথিবৃন্দ অত্র একাডেমির সার্বিক বিষয় অবলোকন করে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিকে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান ও মডেল প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করেন।