১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের পর "বাংলাদেশ" নামের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। আজ সেই ঐতিহাসিক জাতীয় দিবসকে স্মরণ করে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি কর্তৃক আয়োজন করা হয় "আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।"
উক্ত অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. এ. গোফরান (সাবেক সংসদ সদস্য, লক্ষ্মীপুর - ১)
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা,সমাজসেবক,ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত সভাপতি
জনাব ফরিদ আহমেদ ভূইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মো: আব্দুর রহমান খান।
পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।এরপর মহান স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন বক্তাগণ।
বক্তব্যের শেষে, মহান মুক্তিযুদ্ধে আত্নদানকারী শহিদদের মাগফেরাত কামনা করে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন একাডেমির ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল । দোয়া অনুষ্ঠান শেষে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্রিক কবিতা পাঠ ও সংগীতসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।