বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি লক্ষ্মীপুর ও জেলা প্রশাসন লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অর্জন
২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি লক্ষ্মীপুর ও জেলা প্রশাসন লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায় প্রথম স্থান অধিকার করে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী মাজহারুল হাসান সাকিব ।
মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নৃত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের গান এসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট জনাব আনোয়ার হোসাইন আকন্দ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দীন পাঠান। অনুষ্ঠানের স্বভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর এ আলম । তাছাড়া আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমির শিল্পীগণ ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট জনাব আনোয়ার হোসাইন আকন্দ মহোদয় ।