অদ্য(০৮/১২/২৩) ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আয়োজনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরীক্ষা-২৩ অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয় থেকে আগত প্রায় সহাস্রাধিক শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের পদচারণায় একাডেমি প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।
এ সময় আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূইয়া আগত অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও শিক্ষা নিয়ে তার স্বপ্নের কথা ব্যক্ত করেন। এছাড়াও একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।
সম্মানিত অভিভাবকবৃন্দ অত্র প্রতিষ্ঠানের বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষার ঈর্ষণীয় ফলাফল, জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সহশিক্ষা কার্যক্রমের সফলতা এবং একাডেমির অবকাঠামোসহ সার্বিক কার্যক্রম জেনে ও দেখে একাডেমির ভূয়সী প্রশংসা করেন এবং অত্র একাডেমির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া এর জন্য প্রাণভরে দোয়া করেন।
উল্লেখ্য যে আগামী ১৭-১২-২০২৩ তারিখের মধ্যেই বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং পরবর্তীতে একটি চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে।