ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির এইচএসসি–২০২২ ব্যাচের মানবিক বিভাগের কৃতী শিক্ষার্থী আশরাফুল আলম মাহী অস্ট্রেলিয়ার Murdoch University-এর International Business (IB) বিভাগে স্কলারশিপসহ ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে।
তার এই অসামান্য অর্জনের পেছনে রয়েছে একাডেমির সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দের অনুপ্রেরণা ও নিবেদিত প্রচেষ্টা। তাঁদের নিরলস পরিশ্রম ও দিকনির্দেশনার ফলেই প্রতি বছর ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন করছে—যা একাডেমির শিক্ষাগত উৎকর্ষের উজ্জ্বল দৃষ্টান্ত।
আশরাফুল আলম মাহীর এই অনন্য সাফল্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি পরিবার গর্বিত ও আনন্দিত।
তার ভবিষ্যৎ জীবন হোক আরও সাফল্য ও অর্জনে সমৃদ্ধ—এই শুভকামনা।