আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা , বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়ার সার্বিক সহযোগিতায়, ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসীর সমন্বয়ে লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নিন্মোক্ত ৪টি আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত আশ্রয় গ্রহণকারী মানুষের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো হলো:
১. ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি(৫৮ টি পরিবার, ১৮০ জন আশ্রয়গ্ৰহণকারী)
২. লামনগর একাডেমী (৩২ পরিবার, ১৪০ জন আশ্রয়গ্ৰহণকারী )
৩.মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮ টি পরিবার, ১৫০ জন আশ্রয়গ্ৰহণকারী)
৪. লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়( ৩০টি পরিবার, ১৩০ জন আশ্রয়গ্ৰহণকারী)
উক্ত আশ্রয়কেন্দ্রসমূহে ইতোমধ্যে ৬ শতাধিক মানুষের জন্য তিনবেলা খাবারের ব্যবস্থা চলমান রয়েছে। জনহিতকর উক্ত কার্যক্রমে আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।