শিক্ষার্থীদের ছুটি ও বন্যার্তদের সহায়তায় আশ্রয়কেন্দ্র সংক্রান্ত জরুরী নোটিশ
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সকল অনুষদ সদস্য , কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতিবর্ষণ এবং বন্যার কারণে বন্যাকবলিত মানুষের সুবিধার্তে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির একাডেমিক ভবনে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। উক্ত কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। সকল তথ্যের জন্য একাডেমির অফিসিয়াল ফেসবুক পেইজ (Farid Ahmed Bhuiyan Academy-FABA )এর সাথে সংযুক্ত থাকার জন্য অবহিত হলো।
উল্লেখ্য যে, আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়ার সার্বিক সহযোগিতায় এবং ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার নিন্মোক্ত ৪টি আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত আশ্রয় গ্রহণকারী মানুষের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো হলো: