এসএসসি পরীক্ষা-২০২৫ এ অংশগ্ৰহণকারী পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির মিলনায়তনে এসএসসি পরীক্ষা-২০২৫ এ অংশগ্ৰহণকারী পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষার পূর্বে, পরীক্ষা চলাকালে ও পরীক্ষা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের করণীয় বিষয়গুলো সম্পর্কে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান। সম্মানিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, জনাব ইসমাইল, প্রভাষক (ইসলাম শিক্ষা বিভাগ), বিজ্ঞান বিভাগের শ্রেণি শিক্ষক জনাব মো. শাহ পরান,সহকারি শিক্ষক(গণিত)।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে দোয়া চেয়ে বক্তব্য প্রদান করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারিকা মুমতাহিনা স্নেহা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে এসএসসি-২০২৫ ব্যাচের পক্ষ থেকে সুযোগ্য অধ্যক্ষ মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরিশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব মোঃ ইশতিয়াক আহমেদ।