বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ প্রতিযোগিতা "জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১" এ কুটির শিল্প বিষয়ে গ গ্রুপে উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা ছাত্র হিসেবে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে তৃতীয় স্থান বা ব্রোঞ্জ পদক অর্জন করে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী মাজহারুল হাসান সাকিব ।
গত ২৯ জানুয়ারি রোজ রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল তিনটায় "জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ ও ২০২১" এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি।
উক্ত প্রতিযোগিতায় মোট ৬ লক্ষ ৯২ হাজার শিশু অংশগ্রহণ করে । যার মধ্যে ৪৭৪ জন শিশুকে জাতীয় শিশু পদক প্রদান করা হয়।
এই অনুষ্ঠানটি সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির বিজয়ী শিশু মাজহারুল হাসান সাকিব এর হাতে "জাতীয় শিশু পদক ২০২১" এর সনদপত্র তুলে দিচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি।