শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) এ শিশু মেলা ২০২২ এ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অর্জন
শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিশু মেলা ২০২২, শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালা ও শিশুদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব উম্মে হাবীবা মীরা, উপজেলা নির্বাহী অফিসার, রামগঞ্জ, লক্ষ্মীপুর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীরমুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। উক্ত অনুষ্ঠানে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির শিক্ষার্থীরা মাধ্যমিক স্তরে দেশাত্মবোধক সঙ্গীতে-২য় স্থান, রবীন্দ্র সংগীতে-৩য় স্থান এবং বিজ্ঞান প্রজেক্টে-৩য় স্থান অধিকার করে।
আয়োজনেঃ জেলা তথ্য অফিস, লক্ষ্মীপুর, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।