জাতীয় শোক দিবস ২০২১ - ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আলোচনা সভা, দোয়া পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি পালন
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রোববার (১৫ আগস্ট ২০২১) সকাল ০৬:০০টায় একাডেমি প্রাঙ্গণে একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী শোক দিবস কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচির প্রারম্ভেই একাডেমির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ পরিধান করেন। কর্মসূচিতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, হামদ-নাত পরিবেশন, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান এবং তাদের স্বরচিত রচনা ও চিত্রাঙ্কন প্রদর্শনী, দোয়া পরিচালনা এবং বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র " টুঙ্গিপাড়ার মিয়া ভাই" প্রদর্শন করা হয়েছে।
পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের স্মৃতিকে স্মরণ করে অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান।