স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সোমবার (১৫ আগস্ট ২০২২) সকাল ৬.০০টায় একাডেমি ক্যাম্পাস প্রাঙ্গণে একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী শোক দিবসের কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় স্বাস্থ্যবিধি অনুসরণ করে কালোব্যাচ ধারণ করে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের পূণ্য স্মৃতিকে স্মরণ করে অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান বলেন, "১৯৭৫ সালে আগস্ট মাসের ১৫ তারিখে অত্যন্ত নির্মমভাবে প্রাণ দিতে হয়েছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যবৃন্দকে। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক, মানবিক এবং আদর্শগত যে গুণাবলী রয়েছে তা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। বাংলাদেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, আর এই উন্নতির স্বপ্নদ্রষ্টা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে তার আদর্শকে ধারণ করে একযোগে কাজ করতে হবে।" তিনি বক্তব্যে আরো বলেন,"সব সময় খন্দকার মোশতাকের ন্যায় বিশ্বাসঘাতকদের থেকে সতর্ক থাকতে হবে।"
তিনি উল্লেখ করেন, "বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তাঁর যোগ্য নেতৃত্বকে অনুসরণের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে হবে। "
উক্ত আলোচনা সভায় ১৫ আগস্টের স্মৃতিচারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জনাব শরীফুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব জয়ন্ত চন্দ্র রায়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে একাডেমির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রদান করে।
আলোচনা শেষে জাতীয় শোকদিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও '৭৫ এর ১৫ আগস্টের সকল শহিদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব ইসমাইল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী শিক্ষক জনাব মোঃ ইশতিয়াক আহমেদ।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশিত বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।