ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ পালিতহয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী মারুফুর রহমান রিফাত। শিক্ষার্থীদের পক্ষে কবিতা আবৃত্তি করেন দশম শ্রেণির রেবেকা সুলতানা। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে তার মূল্যবান বক্তব্য রাখেন একাডেমির সম্মানিত অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান। বক্তারা তাদের বক্তব্যে দিবসটির বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠান শেষে ইসলামিক স্টাডিজের প্রভাষক জনাব ইসমাইল বিন শহীদুল্লাহ শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধির জন্য মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব মোঃ হাবিব আলী।