এস.এস.সি-২০২৫ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের সাথে মতবিনিময় সভা
অদ্য ১৬ নভেম্বর, ২০২৪ শনিবার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে আসন্ন এস.এস.সি-২০২৫ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান শিক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফল অর্জনে একাডেমির পক্ষ থেকে সর্বশেষ কর্মপরিকল্পা এবং সর্বোচ্চ ভাল ফলাফল অর্জন করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আলোচনা করেন। উক্ত সভায় সম্মানিত অধ্যক্ষ আরো বলেন "শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে একজন শিক্ষার্থীর ভাল ফলাফল অর্জন করা সম্ভব।" তাই তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে শিক্ষার্থীদের সর্বোচ্চ সফলতা কমনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।