"শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি"- এই শ্লোগানকে সামনে রেখে গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ রোজ শনিবার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে এইচএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের "অভিভাবক সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।
একাডেমির অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান শিক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে সম্মানিত অভিভাবকদের অবগত করেন। এছাড়াও একাডেমির শ্রেণি শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষকগণ অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহন করেন।
অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের কল্যাণকল্পে স্বতঃস্ফূর্তভাবে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন।