ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সংক্ষিপ্ত পরিচিতি
একাডেমি পরিচিতি:
আধুনিক, সুরম্য অবকাঠামো ও ছায়া সুনিবিড় পরিবেশে ২০১৭ সালের ২রা জুলাই বিশিষ্ট শিক্ষানুরাগী, ত্যাগী সমাজসেবক, শিল্প-বাণিজ্যের পুরোধা, বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া (সিআইপি) ???????????????????? ???????? ???????????????????????????????? (????????????????????, ???????????????????????? & ????????????????????????????) এ উদ্দেশ্যকে ধারণ নিজ জন্মস্থান লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার উদয়পুর গ্রামে প্রতিষ্ঠা করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ক্যাডেট কলেজের আদলে নির্মিত বৃহত্তর নোয়াখালীর সর্বাধুনিক উন্নত ও আধুনিক বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি।
অবকাঠামোগত সুবিধা: প্রায় ৪০ বিঘা জমির উপর নির্মিত অত্র একাডেমিতে রয়েছে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ৭ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন (লিফট সুবিধাসহ), সুপরিসর ডাইনিং হলসহ ছাত্র-ছাত্রীদের পৃথক আবাসিক হোস্টেল, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পৃথক আবাসিক ভবন, অত্যাধুনিক সজ্জায় নির্মিত প্রধান ফটক ও শহীদ স্মৃতিস্তম্ব এবং সুপরিসর খেলার মাঠসহ মনোরম ও নান্দনিক পরিবেশ।
প্রশাসনিক ব্লকে রয়েছে অধ্যক্ষ মহোদয়ের অফিস, সিনিয়র অনুষদবৃন্দের পৃথক অফিস, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস, কলেজ ও স্কুল শাখার শিক্ষকদের পৃথক অফিস এবং হিসাব, ভর্তি ও কম্পিউটার শাখাসহ প্রশাসনিক উইং। প্রশাসনিক ব্লকের ৬ষ্ঠ তলায় রয়েছে প্রায় এক হাজারের অধিক আসনের ব্যবস্থা ও উন্নত সাউন্ড সিস্টেমসহ আধুনিক ও সুপরিসর অডিটোরিয়াম । একাডেমিক ব্লকের প্রত্যেকটি ক্লাসরুম ও বারান্দা আয়তনে যথেষ্ট প্রশস্ত এবং প্রতিটি তলায় রয়েছে ৮টি করে ওয়াশরুম। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ল্যাপটপসহ একাডেমিতে রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক সরঞ্জামাদিসহ ৫০ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত বৃহদাকারের একটি করে পদার্থবিজ্ঞান ল্যাব, রসায়ন ল্যাব ও জীববিজ্ঞান ল্যাব। দ্বিতীয় তলায় প্রায় ২,০০০ এর অধিক রেফারেন্স বুক এবং ১০০ জন শিক্ষার্থী একসাথে বসে পড়ার ব্যবস্থাসহ রয়েছে বৃহদায়তনের একটি সমৃদ্ধ লাইব্রেরি। হোস্টেল ভবনের ডাইনিংয়ের পাশপাশি একাডেমিক ও প্রশাসনিক ব্লকেও শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য রয়েছে ৩টি পৃথক ডাইনিং হল । ক্যান্টিন সুবিধার পাশাপাশি একাডেমিতে জেনারেটরসহ সার্বক্ষনিক বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা আছে।
বৃত্তি/আর্থিক সহায়তা: ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি'র সমস্ত সম্পদ ও অবকাঠামো আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট কর্তৃক প্রদত্ত বিশেষ অনুদান। ক্যাডেট কলেজের আদলে প্রতিষ্ঠিত ও পরিচালিত এ শিক্ষায়তনে গরীব ও অদম্য মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে পড়ালেখা ও থাকা-খাওয়ার সুযোগ রয়েছে যা আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট কর্তৃক বৃত্তি প্রদানের মাধ্যমে সমন্বয় করা হয়।
একাডেমির সাফল্য: ২০১৭ সালে যাত্রা শুরু হওয়া প্রতিষ্ঠানটি ২০১৯ সালের এইচ.এস.সি (১ম ব্যাচ) পরীক্ষায় শতভাগ পাসসহ লক্ষ্মীপুর জেলায় ১ম স্থান অর্জন করে। মানসম্মত শিক্ষার কারণে প্রতি বছর এইচএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ জিপিএ-৫ প্রাপ্ত একাডেমির অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল,মেরিন, চুয়েট, কুয়েট বিশ্ববিদ্যালয়সহ দেশের খ্যাতিনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে।
শিক্ষার্থীরা উপজেলা এবং জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি চট্টগ্রামে বিভাগীয় পর্যায় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার অর্জন করেছে অত্র একাডেমির কৃতি শিক্ষার্থীরা।
একাডেমির বিশেষ বৈশিষ্ট্যসমূহ
একাডেমির বিজ্ঞ অধ্যক্ষ (ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষাকার্যক্রমসহ সকল প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয়;
সৃজনশীল পদ্ধতি উপর প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান করা হয়;
প্রায় ৪০ বিঘা জমির উপর নির্মিত সুন্দর ও মনোরম ক্যাম্পাস;
মাল্টিমিডিয়া ক্লাসরুম;
সমৃদ্ধ লাইব্রেরী;
সুপরিসর ও সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ওয়াইফাই সহ কম্পিউটার ল্যাব;
অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসাসেবা;
সেমিস্টার ভিত্তিক ক্লাস গ্রহণ;
সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়;
স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানির সু-ব্যবস্থা;
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রায় ২০০০ এর অধিক ছাত্র/ছাত্রীদের জন্য পৃথক পৃথক আবাসনের ব্যবস্থা;
একাডেমক ভবনে সার্বক্ষণিক লিফটের সু-ব্যবস্থা;
একাডেমিতে অবস্থানকালীন শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ;
ধূমপান ও রাজনীতিমুক্ত শিক্ষার অনুকূল ক্যাম্পাস;
শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে সপ্তাহে তিনদিন আবাসিক শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা;
পরনির্ভরশীল শিক্ষাব্যবস্থা দূর করতে এখানে রয়েছে বিনামূল্যে সান্ধ্যকালীন পাঠপ্রস্তুতি। তাই আমাদের এখানে কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না যা আপনার সন্তানকে আত্মবিশ্বাসী করে তুলেবে;
শুধু লেখাপড়াই নয়, সহশিক্ষা কার্যক্রম হিসেবে রয়েছে নাচ, গান, বিতর্ক, বিজ্ঞান ক্লাব,খেলাধুলা ও চিত্তবিনোদনের সুব্যবস্থা;
সার্বক্ষণিক সকল কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ;
সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত দক্ষ বাবুর্চি দ্বারা প্রতিদিন নাস্তাসহ পাঁচবেলা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন;
শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ;
এইচএসসি, এসএসসি ও জেএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ সর্বাধিক জিপিএ ৫ প্রাপ্ত অনন্য সাফল্যমন্ডিত শিক্ষাপ্রতিষ্ঠান;
অন্যান্য বৈশিষ্ট্য ও সুবিধা: ক্যাডেট কলেজের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে অগ্রসরমান একাডেমিতে শিক্ষাদানরত আছেন একঝাঁক দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী। ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য পৃথক সুবিশাল মাঠে খেলাধূলার পাশাপাশি রয়েছে ইনডোর গেমস এবং প্রজেক্টরের মাধ্যমে টেলিভিশন দেখার ব্যবস্থা। অনলাইন ক্লাস পরিচালনার জন্য একাডেমিতে রয়েছে প্রজেক্টরসহ অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ৪টি মাল্টিমিডিয়া ক্লাসরুম। শিক্ষার্থীদের অংশগ্রহণে এখানে চালু রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব, আইসিটি ক্লাব, সঙ্গীত ক্লাব ও স্কাউট। প্রতি বছর সকল ধরণের জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও উদযাপন, বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া ও শিক্ষা সফরসহ দেশের খ্যাতিমান ব্যক্তিদের আমন্ত্রণের মাধ্যমে সেমিনারের আয়োজন করা হয়।
২০২৫ শিক্ষাবর্ষের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণিতে ভর্তি সংক্রান্ত তথ্য
ভর্তি ফর্ম বিতরণ শুরুঃ ০১ নভেম্বর, ২০২৪
ভর্তি ফর্ম জমাদানের শেষ তারিখঃ২৮ নভেম্বর,২০২৪
ভর্তি লটারির তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৪
ভর্তি লটারির ফলপ্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৪
ভর্তি সংক্রান্ত সার্বক্ষণিক যোগাযোগ
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি ক্যাম্পাস
উদয়পুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
মোবাইলঃ ০১৭০৮-৫১৫৩৩৫, ০১৩০৯-১৩৮১৪৮
ই-মেইল: faridaba2017@gmail.com
ওয়েবসাইট: www.faba.edu.com
ফেসবুক অফিসিয়াল পেইজ: Farid Ahmed Bhuiyan Academy-FABA
লিংক: https://www.facebook.com/@faba2017