‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে ধারণ করে ১৮.১০.২০২৩ রোজ বুধবার রাষ্ট্রীয়ভাবে 'শেখ রাসেল দিবস -২০২৩' পালন করা হয়।এরই ধারাবাহিকতায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির পক্ষ থেকে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল, শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। অত্র একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান তাঁর বক্তৃতায় বলেন শেখ রাসেল, এক প্রবাদ পুরুষের সন্তান। পৃথিবীবিখ্যাত দার্শনিক - চিন্তাবিদ- শান্তি আন্দোলনের সক্রিয় সংগঠক বার্ট্রান্ড রাসেলের নামে বঙ্গবন্ধু তাঁর এই কনিষ্ঠ সন্তানের নামকরণ করেছিলেন। মনে হয়তো স্বপ্ন ছিলো তাঁদের এই ছোট ছেলেটিও একদিন বার্ট্রান্ড রাসেলের মতো যশস্বী হয়ে বিশ্বসভায় বাঙালি জাতির মাথা উঁচু করে তুলে ধরবে। কারাবন্দী জীবনের বাইরে যতটুকু সময় রাসেলকে পেয়েছেন, মনপ্রাণ উজাড় করে ভালোবেসেছেন। ৭৫ এর ১৫ আগস্ট ঘৃণিত নরপশুদের বর্বর আক্রমণে পরিবারের অন্য সদস্যদের মতো বঙ্গবন্ধুর এই কনিষ্ঠ সন্তানটিও শাহাদাত বরণ করেন। ঘাতকদের বর্বরতা সেদিন নাৎসীদের বর্বরতাকেও হার মানিয়েছিলো।
নির্মমতার প্রাবল্যে তাঁরা শিশু রাসেলের অস্তিত্বকে বিনাশ করতে চেয়েছিলো কিন্তু পারেনি। শেখ রাসেল আমাদের মনের মণিকোঠায় চিরশিশু হয়ে জাগরূক থাকবেন অনন্তকাল।