মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার অধীনে এইচএসসি-২০২২ পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে লক্ষ্মীপুর জেলার সর্বাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি থেকে ৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৬জন জিপিএ ৫.০০ এবং ২৭ জন জিপিএ ৪.০০ পেয়েছে। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জনের মধ্যে ৪৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩০ জনের মধ্যে ১৫ জন এবং মানবিক বিভাগ থেকে ১৬ জনের মধ্যে ৭ জন জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫.০০ পাওয়ার হার ৭০.২১%। আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া এই সফলতায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জ্ঞাপন করেন এবং তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।