জাতীয় শিক্ষা সপ্তাহ—২০২৪ এ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সাফল্য
জাতীয় শিক্ষা সপ্তাহ—২০২৪ উদযাপন উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন সহশিক্ষামূলক প্রতিযোগিতায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির শিক্ষার্থীদের অসামান্য নৈপুণ্য প্রদর্শন।
উপর্যুক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে
বাংলা রচনা প্রতিযোগিতায়: আনিকা তাবাসসুম—২য় (ক গ্রুপ),
হামদ/নাতে: নুসরাত জাহান—৩য় (খ গ্রুপ),
পবিত্র কোরআন তেলোয়াতে: মারুফুর রহমান রিফাত ৩য়, (খ গ্রুপ),
উপস্থিত বক্তৃতায়: জাবেদ—৩য় (ক গ্রুপ),
ইংরেজি রচনায়: আনিকা তাবাসসুম—৩য় (ক গ্রুপ), শারিকা মুমতারিন—৩য় স্থানসহ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির কৃতী শিক্ষার্থীরা সর্বমোট ১৪টি পুরস্কার অর্জন করেছে। বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানকালে অত্র একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান বলেন, নিজেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে আত্মোপলব্ধি ও আত্মোন্নতির কোন বিকল্প নেই। নিয়মিত পাঠ্যক্রমিক অধ্যয়নের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কাজে অংশগ্রহণের মাধ্যমেই তোমাদের মেধা ও সৃজনশীলতার প্রকৃত বিকাশ ঘটাতে হবে। তোমরা উপলব্ধি করতে পারবে জীবন ও জগতের বাস্তবিক স্বরূপ। ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি ছাত্রছাত্রীদের মঙ্গলার্থে সবসময় সকল শুভ উদ্যোগে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে মর্মে আশ্বস্ত করে তিনি ভবিষ্যতেও এ ধরনের মেধাভিত্তিক সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।