শিক্ষা সফর শিক্ষার অন্যতম একটি অংশ। বই থেকে অর্জিত জ্ঞান অন্তরে ধারণ করে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যায় সে অর্জিত জ্ঞান প্রত্যক্ষ করতে। বইয়ের পড়া আর চোখের দেখা এই দুইয়ে মিলে পরিপূর্ণভাবে আলোকিত হয়ে উঠে শিক্ষার্থীর অন্তর্লোক। শিক্ষা সফর শিক্ষার্থীদের যেমন মুক্তি দেয় লেখাপড়ার একঘেয়েমী থেকে, তেমনি তাদের পুস্তক লব্ধ জ্ঞানকে দৃঢ়তা ও স্থায়িত্ব প্রদান করে। শিক্ষা সফরে গিয়ে বিশাল পৃথিবীর অপরিমিত সৌন্দর্য অবলোকনের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করারও সুযোগ পায়। তাই শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি একঘেয়েমী থেকে মুক্তি দিতে এবং তাদের মানসিক ভাবে প্রশান্তি প্রদানের জন্য ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি আয়োজন করে বার্ষিক শিক্ষা সফর-২০২৫। এবারের শিক্ষা সফরের দর্শনীয় স্থানসমূহ হলো ১৩৩৮ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার প্রথম স্বাধীন মুসলিম সাম্রাজ্যের রাজধানী "সোনারগাঁও", তৎকালীন সোনারগাঁয়ের প্রধান সামরিক পরিদপ্তর "পানাম শহর",
বাংলাদেশের প্রাচীন ইতিহাস-ঐতিহ্য, লোক সংস্কৃতি ও লোকজ নিদর্শনাদি সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন এবং এ বিষয়ে গবেষণায় নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান "বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন" এবং "লোকজ উৎসব ২০২৫"। শিক্ষা সফরের অন্যতম একটি অংশ ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের পৃষ্ঠপোষকতায় দক্ষ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে ৯ম শ্রেণি থেকে এসএসসি-২৫ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে অত্যন্ত সুশৃঙ্খখল ও সুন্দরভাবে শিক্ষা সফরটি সমাপ্ত হয়েছে।