অদ্য (২৬/০৩/২৪) ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির সম্মানিত অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান। সভাপতির বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ মহোদয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মূল চেতনাকে ধারণ করে দেশমাতৃকার সেবায় এগিয়ে যাওয়ার মহান ব্রত নিয়ে শিক্ষার্থীদের মানস গঠন এবং নিয়মিত পাঠাভ্যাসের মাধ্যমে তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। এছাড়াও, তিনি উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জনাব শরীফুল ইসলাম এবং ইংরেজি বিভাগের প্রভাষক জনাব সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানের শেষাংশে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সূর্যসন্তানদের রূহের মাগফিরাত কামনা এবং দেশমাতৃকার সামগ্রিক কল্যাণে দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব আদনান ইউসুফ রাজু।