৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম-২০২৩
"শিখন হবে অভিজ্ঞতায়,
মূল্যায়ন হবে যোগ্যতায়
প্রতিযোগিতা নিজের সাথে,
সহযোগিতা সবার সাথে"
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে দক্ষতা, যোগ্যতা ও পারদর্শীতা অর্জনের বিভিন্ন কৌশল হিসেবে চলছে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম-২০২৩।
মুখস্থ নির্ভরতার বদলে অভিজ্ঞতা ও কার্যক্রমভিত্তিক শেখাকে অগ্রাধিকার দিতে এবং আনন্দময় পড়াশোনার পরিবেশ তৈরির মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক ও মানসিক বিকাশ সাধনে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি প্রতিশ্রুতিবদ্ধ।
শ্রেণি:সপ্তম,
বিষয়: জীবন ও জীবিকা
সেকশন: এ এবং বি
ধাপ - ০৩ (কর্মদিবস - ০৩)
নির্ধারিত কাজ: "হেলথ ক্যাম্পের আয়োজন করি।"
একাডেমির সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান ৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়ের "বার্ষিক সামষ্টিক মূল্যায়ন উৎসব" ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের তৈরিকৃত এলাকাভিত্তিক সামাজিক সমস্যাবলীর বিভিন্ন হেলথ ক্যাম্পিং এর স্টলগুলো পরিদর্শন করেন ও প্রশংসা করেন।