'সুস্থ দেহ, সুন্দর মন, গড়তে পারে ক্রীড়াঙ্গন' এই প্রতিপাদ্যকে ধারণ করে গত (১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ) ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে অনুষ্ঠিত হলো "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫"।
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা, আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এবং ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা জনাব ফরিদ আহমেদ ভূইয়ার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সাঈদ মোহাম্মদ রবিন শীষ।
অত্র একাডেমির সম্মানিতঅধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রাক্তন উপ-পরিচালক ডা. তাজকেরা খানম, পরিবার পরিকল্পনার অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. নাসিমা খাতুন এবং বিশিষ্ট সমাজসেবক মোরশেদা আহমেদ।
শান্তির দূত পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো পবিত্র কুরআন থেকে তিলওয়াত, ক্রীড়া শপথ, হাউসভিত্তিক কুচকাওয়াজ প্রদর্শনী, মশাল প্রজ্জ্বলন, বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ, মনোজ্ঞ ডিসপ্লে "জীবন নদীর বাঁকে বাঁকে", বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী পর্ব। এছাড়াও, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয় সবশেষে প্রধান অতিথি ও সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৫" এর সমাপ্তি হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের ধন্যবাদ জানান এবং ক্রীড়া প্রতিযোগিতার সফল আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। তিনি বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা দৈহিক সুস্থতার সাথে মানসিক উৎকর্ষতা সাধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজয়ী হওয়াটা মূল বিষয় নয়, বরং অংশগ্রহণ করাটাই আসল ব্যাপার।"
উল্লেখ্য যে, ৩(তিন) দিন ব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৫০ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় ১৫৮ জন বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে পুরস্কার প্রদান করা হয়।