ভ্রমণ মানুষকে কুপমন্ডুকতার ছত্রছায়া থেকে মুক্ত করে বিশাল পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে ঠাঁই দেয়। মানুষের মনকে করে তোলে উদার। ক্ষুদ্র এ মানব জীবনকে দান করে গতিশীলতা। আর সেই ভ্রমণ যদি হয় শিক্ষা লাভের উদ্দেশ্যে তাহলে তো কথাই নেই। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে।এই জানার পরিধিকে বৃদ্ধি করতে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করে শিক্ষা সফর ২০২৩।এবারের শিক্ষা সফরের স্থান ছিলো ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার উত্তর মতলবের মেঘনার কোলঘেঁষা মোহনপুর পর্যটন কেন্দ্র। সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে দক্ষ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী নিয়ে অত্যন্ত সুশৃঙ্খখল ও সুন্দরভাবে এবারের সফরটি সমাপ্ত হয়েছে।