যথাযথ মর্যাদায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
আজ ২১শে ফেব্রুয়ারি,
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে তৎকালীন পাকিস্তানের "রাষ্ট্র ভাষা" হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রাজপথে তাজা প্রাণ দেয় রফিক, বরকত, সালাম, জব্বার, শফিউরসহ আরো অনেকে।
ভাষার জন্য তাঁদের এই আত্মত্যাগ ও মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করে এই দিনে বাংলাদেশসহ বিশ্বব্যাপি পালন করা হয় "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান। এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। দিবসটি উদযাপনে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে "আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান" এর আয়োজন করা হয়। এতে অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখা করেন এবং শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের কবিতা আবৃত্তি ও বক্তব্য উপস্থাপন করে।
পরিশেষে,ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।