রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪
অদ্য (০৭/১২/২০২৪) ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আয়োজনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ আয়োজিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি, অত্র একাডেমির সম্মানিত সভাপতি ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি।
আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান। উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। গ্ৰেড অনুযায়ী শিক্ষার্থীদের প্রাইজবন্ড, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী শিক্ষাসামগ্রী বক্স, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২৩/১১/২০২৪ তারিখ আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের অর্থায়নে এবং ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে
লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয় থেকে আগত প্রায় ছয় শতাধিক
৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩য় বারের মতো রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়।