শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি কর্তৃক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি কর্তৃক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীগণের নামে কবিতা, রচনা ও চিত্রাঙ্কন করে শিক্ষার্থীরা একাডেমির "শেখ রাসেল দেয়ালিকা'য়" উপস্থাপন করে। অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে উপস্থিত হয়ে অত্র একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান দেয়ালিকাটির রিবন কেটে উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মননশীলতার ভূয়সী প্রশংসা করেন। একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিয়া তাসনিম ও লুবনা আক্তারের প্রাণবন্তকর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ মহোদয় শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উদ্ভিদবিদ্যা বিষয়ের প্রভাষক জনাব জয়ন্ত চন্দ্র রায়, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে শহীদ বুদ্ধিজীবীদের ও দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।