মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত "রচনা প্রতিযোগিতায়" ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অর্জন
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন, ২০২২ উদযাপন উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত "রচনা প্রতিযোগিতায়" ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে একাধিক পুরস্কার ও সনদ অর্জন করে।
আজ, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত " আলোচনা সভা ও পুরস্কার বিতরণী " অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. এ এইচ এম কামরুজ্জামান, পু্লিশ সুপার লক্ষ্মীপুর এবং অন্যান্য অতিথিবৃন্দ।
বিজয়ী শিক্ষার্থীদেরকে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।