২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভা
'২৫ মার্চ গণহত্যা দিবস' উপলক্ষ্যে গত ২৫.০৩.২০২২ তারিখে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এবং ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ গোফরান।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া তাঁর যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে উৎসাহিত করেন। বক্তব্যে, প্রধান অতিথি আরও বলেন, ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। নানা অত্যাচার নিপিড়ীন সহ্য করে বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করে।
এছাড়া, বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জনাব এম.এ গোফরান গণহত্যা দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেন।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সম্মানিত অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান সভাপতির বক্তব্যে একাত্তরের গণহত্যাকে শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসের কালো অধ্যায় বলে উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের মন্ত্রে উজ্জীবিত হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।
বক্তব্যে অধ্যক্ষ মহোদয় আরও বলেন, "১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ পরিচালনা করে। এই দিনে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করি।"