অদ্য(২৩/০২/২৫) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন রামগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত "৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ" উদযাপন উপলক্ষ্যে "বিজ্ঞান মেলা-২০২৫" এ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি উপজেলা পর্যায়ে নিম্নোক্ত সফলতা সমূহ অর্জন করে।
১.বিজ্ঞান বিষয়ক কুইজ (১ম স্থান-কলেজ পর্যায়ে)
২.বিজ্ঞান বিষয়ক প্রকল্প/প্রজেক্ট( ১ম স্থান- কলেজ পর্যায়ে)