জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন
অদ্য (১৭/০৩/২৪) ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান-২০২৪ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ মহোদয় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, মানবিক মূল্যবোধ, শিশু-কিশোরদের প্রতি ভালোবাসা এবং
তাদের কল্যাণার্থে গৃহীত বঙ্গবন্ধুর বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। বক্তব্য প্রদানকালে তিনি স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময়কালের বিভিন্ন প্রেক্ষাপটে স্বদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অগ্রণী ভূমিকার ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব সাজ্জাদুর রহমান।