শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক- এই ত্রিপক্ষীয় সম্পর্কের সুন্দর স্ফূরণে গড়ে উঠে একটি যথার্থ শিক্ষার পরিবেশ। কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের ক্ষেত্রে ত্রিপক্ষীয় সচেতনতার গুরুত্ব অনস্বীকার্য।
সেই লক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের সমন্বয়ে আজ(০১/১১/২০২৫) অনুষ্ঠিত হয় বিশেষ পাঠোন্নয়ন সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অত্র একাডেমির মান্যবর অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান।
সেই সাথে উপস্থিত থেকে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য অভিভাবকদের সাথে মতবিনিময় করেন বিষয় ভিত্তিক সম্মানিত শিক্ষকবৃন্দ।