যথাযথ মর্যাদায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে "২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪" পালন
অদ্য (২৫/০৩/২০২৪) '২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪' পালন উপলক্ষ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সম্মানিত অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান প্রধান অতিথির বক্তব্যে ২৫ মার্চের স্মৃতিচারণ করে একাত্তরের গণহত্যাকে শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসের কালো অধ্যায় বলে উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।
বক্তব্যে অধ্যক্ষ মহোদয় আরও বলেন, "১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ পরিচালনা করে। এই দিনে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করি।"
অনুষ্ঠানের শেষাংশে ১৯৭১ সালের ২৫ মার্চ শাহাদাতবরণকারী সূর্যসন্তানদের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব শহিদুল ইসলাম খান।