শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’ এ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ঈর্ষণীয় সাফল্য
#শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’ এ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ঈর্ষণীয় সাফল্য
বিশ লক্ষাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, দেশে আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামালের নামানুসারে দেশব্যাপি অনুষ্ঠিত হচ্ছে ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’।
দেশের ৫০০টি উপজেলা, ৬৪টি জেলা ও ৮টি বিভাগের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার আনুমানিক ২০ লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মুখরিত এই প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা, যার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অদ্য ২৪.০১.২০২৩ ইং রোজ মঙ্গলবার, লক্ষীপুর জেলাস্থ রামগঞ্জ উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করেন । ' Learn to Discover' এই মন্ত্রকে বুকে ধারণ করে অত্র একাডেমির সুশৃঙ্খল শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাঁদের যোগ্যতার অনন্য নজির স্থাপন করেন। ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি থেকে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা ২০০ মি. দৌড়, ৪০০ মি. দৌড়, ৮০০ মি. দৌড়, ১৫০০ মি. দৌড়, ত্রিপল জাম্প, হাই জাম্প ও চাকতি নিক্ষেপ সহ মোট ৭ টি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে। এছাড়া তাঁরা লং জাম্প,বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় ২য় স্থান, গোলক নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থানসহ মোট ১১ ইভেন্টে পুরষ্কার অর্জনের গৌরব বয়ে এনেছে।
বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান বলেন, " সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশ সাধনে খেলাধুলার কোন বিকল্প নেই। তোমাদেরকেই একদিন এই জাতির হাল ধরতে হবে, ভবিষ্যত জীবনে সেই গুরুদায়িত্ব পালনের উপযুক্ত হয়ে উঠতে প্রতিনিয়ত যে ইতিবাচক চর্চার প্রয়োজন তা শুধু শ্রেণিকক্ষের চারদেয়ালের ভেতর সম্ভব নয়। তোমাদেরকে মুক্ত আকাশের নীচে খোলা প্রান্তরে হেসে খেলে শিখতে হবে জীবনের প্রকৃত পাঠ।"